ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২৪ ঐতিহ্যবাহী ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। নিম্নে বিস্তারিত তুলে ধরা হলঃ- ১। প্রশাসনিক কর্মকর্তা/মোতাওইয়াল্লিঃ-০১ জন। যোগ্যতাঃ শিক্ষাগত যোগ্যতা- বি. এ / ফাজিল। মসজিদের সার্বিক ব্যবস্থাপনা ও হিসাব রক্ষণাবেক্ষণ। কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ২। সিনিয়র খাদেমঃ- ০১ জন। যোগ্যতাঃ কোরআনে হাফেজ, ক্কারী। এস.এস.সি/ দাখিল পাশ। ৩। ক্লিনারঃ- ০২ জন। যোগ্যতাঃ ৫ম শ্রেনী পাশ। * বেতনঃ আলোচনা সাপেক্ষে। * CV জমা দেওয়ার শেষ তারিখঃ ৩০ জুন ২০২৪ইং। যোগাযোগঃ ফতুল্লা বাজার, ফতুল্লা, নারায়ণগঞ্জ। What’s App: 01711-548272 email: chowdhury.co@outlook.com SHARES ইসলাম বিষয়: