নারায়ণগঞ্জে আবদুর রহমানের নাগরিক স্বরণ সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৪ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। অন্যায়, নিপিড়ীন ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর “আবদুর রহমান” এর নাগরিক স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য শুক্রবার (৫ জুলাই) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল চার ঘটিকায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুর রহমান স্বরণ পরিষদের আহবায়ক এডভোকেট এ বি সিদ্দিকি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়ের ডা: সেলিনা হায়াত আইভি। জিয়াউল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি রফিউর রাব্বি, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন আহম্মেদ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, সামাজিক আন্দোলন নারায়ণগঞ্জ এর সভাপতি ফারুক মহোসীন চুন্নু, মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি লক্ষী চক্রবর্তী, ন্যাপ নারায়ণগঞ্জ মহানগরের সিনিঃ সহ-সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আবু নাইম খান বিপ্লব, ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ভবানী শংকর রায়, উদীচী নারায়ণগঞ্জ জেলা সংসদের সভাপতি জাহিদুল হক দীপু, সমমনার সভাপতি সালাহউদ্দিন আহমেদ, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জহিরুল ইসলাম, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি ধীমান সাহা জুয়েল, সুজন-নারায়ণগঞ্জ জেলার যুগ্ম-সম্পাদক মোঃ আশরাফুল হক আশু, প্রয়াত আবদুর রহমানের বড় ছেলে আহমেদুর রহমান তনু, শ্রমিক নেতা মন্টু ঘোষ। বক্তারা আবদুর রহমানের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। নারায়ণগঞ্জে সুশাসন প্রতিষ্ঠায় এবং নাগরিকদের কল্যাণে তার অগ্রণী ভুমিকাকে সকলের স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানের শেষে আবদুর রহমান স্বরণ পরিষদের পক্ষ থেকে উনার পরিবারের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। প্রয়াত আবদুর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় ছেলে আহমেদুর রহমান তনু, ছোট ছেলে আরিফুর রহমান অনু ও মেয়ে তানহা রহমান। SHARES জেলা/উপজেলা বিষয়: