দুই মাস পর কারামুক্ত যুবদলের সহ-সভাপতি নয়ন প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩ দুই মাস পর কারামুক্ত যুবদলের সহ-সভাপতি নয়ন দীর্ঘ প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাফটকের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ৩ ডিসেম্বর রাতে রাজশাহীতে বিএনপির গণসমাবেশ থেকে ফেরার পথে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একই গাড়িতে থাকা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিনকে টুকুকে গ্রেফতার করা হয়। টুকুও ইতোমধ্যে সব মামলায় জামিন পেয়েছেন। কারামুক্ত হয়ে নুরুল ইসলাম নয়ন জানান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুও আগামীকাল বুধবার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। SHARES অর্থনীতি বিষয়: