আব্দুল্লাহ ইবনে মোবারক (রহ:) মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইসলাহি মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৩

জামিয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মোবারক (রহ:) মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৮ম বার্ষিকী ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর)ফতুল্লার দাপা ইদ্রাকপুর বাহার আলী জামে মসজিদে বাদ আসর শুরু হয়ে রাত-১০ ঘটিকা পর্যন্ত এর কার্যক্রম চলে।

উক্ত ইসলামী মাহফিলের প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন ঢালকানগর পীর সাহেবের খলিফা আল্লামা তৈয়বা আশরাফ সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোহিনুর সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান গাজী আক্কাস আলী।

মাদ্রাসার পরিচালক মাওলানা সাব্বির আহমাদের সার্বিক তত্ত্বাবধানে হযরত মাওলানা শামীম মৃধার সঞ্চালনায় সভাপতিত্ত্ব করেন আলহাজ্ব মাওলানা আশরাফ আলী স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী বাহার আলী মসজিদের সভাপতি হাজী মনিরুল ইসলাম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশু, মোল্লা সল্টের সিনিয়র ম্যানেজার শরিফুল ইসলাম তুষার, বাইতুল সালাম জামে মসজিদের সভাপতি মোঃ আল আমীন আলী, চেঞ্জ ফাউন্ডেশনের সভাপতি লুতফর রহমান মুন্না, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম সুজন, চেঞ্জ নিউজের বার্তা সম্পাদক আবু সাঈদ প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদানের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।

 

উল্লেখ্য জামিয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মোবারক (রহ:) মাদ্রাসাটির ২০১৪ সাল থেকে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। ২০১৮ সালে নুরজাহান বেগম আল-ইসলামীয়া মহিলা মাদ্রাসা নামে এর মহিলা শাখা চালু করা হয়।