নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারায় শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৪ কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া গোল চত্বর ও প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এর আগে সকাল ১১টা থেকে প্রেসক্লাবের নিচে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে চাষাঢ়ায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে যুক্ত হয়েছেন। তারা এখানে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এসময় গাড়ি চলাচলের বিঘ্ন ঘটে। SHARES জেলা/উপজেলা বিষয়: