দেশের ২২তম প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন চুপ্পু প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ প্রেসিডেন্ট পদপ্রার্থী মো. সাহাবুদ্দিন চুপ্পুকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। অদ্য সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ ঘোষণা দেন। একইসঙ্গে তিনি জানান, আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পদে একজনই মনোনয়ন দাখিল করেছিলেন। মাত্র একজনের মনোনয়নপত্র বৈধ থাকায় প্রেসিডেন্ট নির্বাচন আইনের ৭ ধারা অনুযায়ী মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ বিষয় আজকেই প্রজ্ঞাপন জারির জন্য পাঠিয়ে দেওয়া হবে। উল্লেখ্য গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনারের কাছে মো. সাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়:
উল্লেখ্য গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনারের কাছে মো. সাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।