ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ২১ জানুয়ারী

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪

আগামী ২১ জানুয়ারি ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু করার পরিকল্পনা নিয়েছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন তিনি।

দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছর সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, নেপালসহ বিভিন্ন দেশের একাধিক সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এবারও মেলায় যাতায়াত সুবিধার জন্য শাটল বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। কুড়িল বিশ্ব রোড হতে এক্সিবিশন সেন্টার পর্যন্ত বিআরটিসি বাস চলাচল করবে।

দুই বছর ধরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শহরের শেরেবাংলা নগরে এই মেলা অনুষ্ঠিত হতো। মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। তার পরেও মেলা চলাকালীন অনেক যানজট থাকতে দেখা যায়।

১৯৯৫ সাল থেকে ঢাকায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২১ সালে মহামারি করোনার কারণে এ মেলা অনুষ্ঠিত হয়নি।

নারায়ণগঞ্জ থেকে যাতায়াতঃ সাইনবোর্ড হতে বাসে গাউছিয়া নেমে বি আর টি সি বাসে অথবা সি এন জি  করে কাঞ্চনব্রিজ নামতে হবে। ঐখান থেকে হেটে বা রিকশা যোগে মেলা প্রাঙ্গণে যাওয়া যাবে।