মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ২০ জানুয়ারি থেকে প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪ আগামী ২০ জানুয়ারি থেকে নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।এতে অফিসগামী যাত্রীদের সুবিধা বাড়ল। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এই তথ্য জানান। ডিএমটিসিএল এমডি বলেন, আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বৃদ্ধি করব। জনগণের চাহিদা বিবেচনায় নতুন সময়সূচিতে চলব। তিনি বলেন, আগামী শনিবার (২০ জানুয়ারি) উত্তরা-মতিঝিল অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। SHARES জাতীয় বিষয়: