নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিদায়ী জেলা প্রশাসকের প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫ নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, ১৪ জানুয়ারি ২০২৫ নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এই সময়টি ছিল দায়িত্ব, চ্যালেঞ্জ, উন্নয়ন এবং মানুষের কাছাকাছি থাকার এক অনন্য সুযোগ। জনগণের সেবা নিশ্চিত করা, অসহায় মানুষের পাশে দাড়ানো, প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করা এবং মানবিক উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকলে এক ছাদের নীচে থেকে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। নিশ্চয়ই প্রত্যাশা ও প্রাপ্তির পার্থক্য বিস্তার। মানুষ হিসেবে সেটা আমার সীমাবদ্ধতা। অদ্য ১৬ নভেম্বর ২০২৫ তারিখ বদলিজনিত কারণে আমার দায়িত্বের সমাপ্তি ঘটেছে। নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সকল স্তরের মহৎ হৃদয়ের মানুষের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সার্বিক সহযোগিতা, হৃদয় নিংড়ানো ভালোবাসা আমাকে সর্বদা অনুপ্রাণিত করেছে। নারায়ণগঞ্জের মত ইতিহাস সম্মৃদ্ধ ও শিল্পঘন জেলায় জেলা প্রশাসক হিসেবে কাজ করার সৌভাগ্য আমার জীবনের পাথেয় হয়ে থাকবে। নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন -সমৃদ্ধি, সবুজায়ন অব্যাহত থাকুক- মানবিকতার ফুল ফুটুক প্রতিটি আঙিনায়, আগামী নারায়ণগঞ্জে এই প্রত্যাশা। সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা,অসীম ভালোবাসা আর সীমাহীন কৃতজ্ঞতা। SHARES জেলা/উপজেলা বিষয়: