শনিবার বিকেল ৪টা পর্যন্ত এনআইডি সার্ভার বন্ধ থাকবে

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩

চেঞ্জ নিউজঃ জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন সার্ভার শনিবার বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে। আজ শুক্রবার (১৭ নভেম্বর) উন্নয়ন কাজের জন্য বন্ধ রাখার কথা জানিয়েছেন এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন।

তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ সম্পন্ন হয়েছে। অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালীন সার্ভার, র‌্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সার্ভিস সমূহ আগামী শনিবার বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

ব্যাংক, বীমা, মোবাইল অপারেটর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন কমিশন থেকে এনআইডি যাচাই সংক্রান্ত সেবা নেয় ১৭৫টির মতো প্রতিষ্ঠান।