ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩ ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় জার্জিজ কম্পোজিট নিট লিমিটেড নামের একটি ডাইং কারখানার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন, সদর উপজেলার ফতুল্লার ভোলাইল গোদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে মোহাম্মদ মিলন (২৩) ও নরসিংদীপুর এলাকার হারুন মিয়ার ছেলে মোহাম্মদ হায়দার (২৭)। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, মঙ্গলবার রাতে ঐ ডাইং কারখানার জেনারেটর রুমে বিস্ফোরণ হয়। এসময় বিস্ফোরণে পাশে থাকা দেয়াল ভেঙে পড়ে। এতে মিলন ও হায়দার দগ্ধ হয়। জেনারেটরের আগুন ওই কক্ষে ছড়িয়ে পড়লে শ্রমিকরা নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, অন্য শ্রমিকরা আগুনে দগ্ধ দুইজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। SHARES জেলা/উপজেলা বিষয়: