ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪ টায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, বিদ্যালয়ের স্কাউট ও গার্লস গাইডের সালাম এবং মার্চ পাস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, সন্তানের ভালো ফলাফলের পাশাপাশি তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানকে এমন শিক্ষা দিতে হবে, যে শিক্ষা মানুষের কল্যাণে কাজ করে, দেশের দায়িত্ব নিতে শেখায় এবং মানবিক হতে উদ্বুদ্ধ করে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নিলুফার ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শারমিন সুলতানা সাথী।

এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা পলিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক আবু সাইদ মুন্নার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।