হারানো বিজ্ঞপ্তি প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪ শোভন কর্মকার (১৩), পিতা- লিটন কর্মকার, মাতা- নিপা ভৌমিক, ঠিকানা-ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। সে গত ২২ মে ২০২৪ইং সন্ধা-৬.৪৫ মিনিটের সময় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার পরিবার তাদের সকল আত্মীয়-স্বজনের বাসায় খুঁজ নিয়ে পায়নি। এখনো বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি অব্যাহত রেখেছে। সন্ধান চেয়ে তার বাবা ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে, যার নং-১৬৪৫, তারিখঃ ২৩ মে ২০২৪ইং। কোন ব্যক্তি যদি তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দয়া করে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করুণ। 01726-323986, 01675-100388 আপনার টাইম লাইনে শেয়ার করে তাকে খুঁজে পেতে সহায়তা করুণ। SHARES জেলা/উপজেলা বিষয়: