বন্দরে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মে ৮, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাল ভোট দেওয়ায় নাঈম নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ মে) বিকেলে উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান প্রার্থী এম এ রশীদের পক্ষে জাল ভোট দেওয়ার সময় পোলিং এজেন্ট নারায়ণগঞ্জের বন্দরের আসাদ মিয়ার ছেলে নাঈম ওরফে ওমর ফারুককে আটক করেছেন কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মামুন।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান মোল্লা এ সাজা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।