ঈদে প্রস্তুত হচ্ছে নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪

ঈদুল ফিতরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো তাদের প্রস্তুতি কার্যক্রম  চালাচ্ছে। ঈদে যেহেতু অতিরিক্ত দর্শনার্থী আসে, তাই চাপ সামাল দিতে কেউ কেউ অতিরিক্ত কর্মীও নিয়োগ দিচ্ছেন।

শহরের নগর খানপুর এলাকার চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক ও পঞ্চবটীর এডভেঞ্চার ল্যান্ড পার্কের রাইডগুলো ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে । এছাড়া পুরো পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। একই অবস্থা শহরের অন্যান্য পার্কগুলোরও।

জানা যায়, ঈদে শহরের শিশুদের রাইডসহ পার্ক বলতে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক, পঞ্চবটী এডভেঞ্চার ল্যান্ড পার্ক, লিংক রোডের নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কই রয়েছে। এসব পার্কে ঈদকে কেন্দ্র করে ভিড় জমে নানা বয়সীদের। ঈদের দিন থেকে শুরু করে টানা সপ্তাহব্যাপী এসব পার্কে থাকে উপচেপড়া ভিড়। তাছাড়া শহরের রাসেল পার্কেও প্রচুর লোক সমাগম ঘটে।

ঈদের সময় প্রায় সব কয়টি পার্কে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তাই এইসময় অতিরিক্ত কর্মী নিয়োগ দিতে হয় পার্ক কতৃপক্ষকে।