না.গঞ্জে রমজানের প্রথম জুমায় মসজিদ ছাড়িয়ে সড়কে মুসল্লিদের ঢল

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৪

নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে শহরের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল দেখা গেছে। শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় শহরের ডিআইটি জামে মসজিদ, নূর মসজিদ,  চাষাঢ়া রেললাইন মসজিদ, মাসদাইর সিটি করপোরেশন কেন্দ্রীয় জামে মসজিদ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শহরের প্রায় প্রতিটি মসজিদ নামাজের আগেই পূর্ণ হয়ে ওঠে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে। নামাজ শুরুর আগে মসজিদগুলোর ছাদ পূর্ণ হয়ে সামনের সড়কে চলে আসে মুসল্লিদের নামাজের সারি।

শহরের চাষাঢ়া নূর মসজিদে নামাজ আদায় করতে আসা ফারহান বলেন, আজ পবিত্র মাহে রমজানের রহমতের ১০ দিনের প্রথম জুমার নামাজ। বাবা-ভাইয়ের সঙ্গে মসজিদে এসেছি নামাজ আদায় করতে।
নূর মসজিদের সামনের সড়কে নামাজ আদায় করা আজমত উল্লাহ বলেন, সকালে কিছু কাজ শেষে করে মসজিদে আসতে একটু দেরি হয়ে গেছে। মুসল্লিদের উপস্থিতি আজ অনেক বেশি তাই মসজিদে স্থান সংকুলান হয়নি। সড়কে নামাজ আদায় করতে হচ্ছে। সমস্যা হচ্ছে না, মসজিদ থেকে সুব্যবস্থা করা হয়েছে।