নাঃগঞ্জে রাজউকের অভিযান, সুলতান’স ডাইনসহ ৬ রেস্টুরেন্টকে জরিমানা

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৪

নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার বেশ কয়েকটি বাণিজ্যিক ভবনে অভিযান চালিয়েছে রাজউক। রোববার (১০ মার্চ) চাষাঢ়া বালুরমাঠ এলাকার প্যারাডাইজ ক্যাসেল ও মনির টাওয়ার ভবনে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় যথাযথ অগ্নি নিরাপত্তা নিশ্চিত না করায় সুলতান’স ডাইন, বুফেট পার্টি সেন্টার, ক্রাশ স্টেশন, দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ ও ডাইনিং লাউঞ্জে  অভিযান চালিয়ে ৫০ হাজার করে তিন লাখ টাকা জরিমানা করে কর্তৃপক্ষ।

অভিযান শেষে আমিনুল ইসলাম বলেন, এ ভবনগুলোতে অফিস থাকার কথা থাকলেও এখানে রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে। ভবনগুলোর ইমার্জেন্সি এক্সিট থাকার কথা থাকলেও তারা এটা ব্যবহার করছে না। ইমার্জেন্সি এক্সিট না থাকায় ছয়টি রেস্টুরেন্ট ও একটি ভবন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানে রাজউকের কর্মকর্তা মো: ইলিয়াস, ভবন পরিদর্শক মো. শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, মো. রুবেল, মো. সারোয়ার হোসেন ও তারিকুল রহমান উপস্থিত ছিলেন।