ফতুল্লার ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪ চেঞ্জ নিউজ: ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ মার্চ (শনিবার) ব্যালট পেপার মাধ্যমে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৪ জানুয়ারী (বুধবার) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচীব এম. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি তথ্যানুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার), মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার), আপিল দায়ের ১৯ ও ২০ ফেব্রুয়ারী(সোম-মঙ্গলবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার), প্রতিক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) এবং ৯ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন গত ২০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে মৃত্যু বরন করেন। উনি ২০১১ সালের ১৬ মে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দীর্ঘ ৩০ বছর পর ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ মোঃ নজরুল ইসলাম সেলিম। SHARES জেলা/উপজেলা বিষয়: