জেল হত্যা দিবস; নাঃগঞ্জ জেলা আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩ জেল হত্যা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ নভেম্বর ) সকালে শহরের ২নং রেল গেইটস্থ আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়। জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেলের সঞ্চালনায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী, সাবেক সদস্য মোঃ শহিদুল্লাহ, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ। সভাপতির বক্তব্যে আব্দুল হাই বলেন,বাংলাদেশের ইতিহাসে এই চার নেতাকে বাঙ্গালী জাতি কখনো কোনদিন ভুলবে না। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান হলো কারাগার, কিন্তুু সে দিন ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারের অভ্যন্তরের ভেতরে নির্মম ভাবে জাতীয় এই চার নেতাকে হত্যা করেছিল ঘাতকরা। বাংলাদেশের ইতিহাস লেখার অবদান তাদের আত্মত্যাগের মাধ্যমে উৎসর্গ করেছিল আমাদের গোটা বাঙ্গালী জাতিকে। আমরা কখনোই তাদেরকে ভূলবো না । তারা আমাদের মাঝে বেঁচে থাকবে আনন্তকাল। প্রতি বছর ৩রা নভেম্বর আমরা এই জেল হত্যা দিবসটি পালন করি। SHARES জেলা/উপজেলা বিষয়: