নারায়ণগঞ্জ আইন কলেজে বহুতল ভবনের ব্যবস্থা গ্রহণ করা হবেঃ ডিসি

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়াস্থ নারায়ণগঞ্জ আইন কলেজ পরির্দশন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বুধবার (১১ অক্টোবর) সকাল ৯ টায় নারায়ণগঞ্জ আইন কলেজ পরির্দশনে আসেন জেলা প্রশাসক মহোদয়।

এ সময়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ অধ্যক্ষ সাখাওয়াত হোসেন ভূইয়া, গভর্নিং বডির সদস্য ফয়েজ উদ্দিন লাভলু, ভাইস প্রিন্সিপাল  রবিউল আমিন রনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আইন কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন। তিনি আইন কলেজের সীমানা প্রাচীর নির্মাণ, জমি ক্রয় ও বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান।

কলেজ অধ্যক্ষ সাখাওয়াত হোসেন ভূইয়া জানান, জেলা প্রশাসক কার্যালয়ে গত মঙ্গলবার গভর্নিং  বডির সভা অনুষ্ঠিত হয়।সভায় আইন কলেজের বহুতল ভবন নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।তাই আজ নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক  মোহাম্মদ মাহমুদুল হক কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসেন।প্রাথমিক পর্যায়ে আইন কলেজের সীমানা প্রাচীর নির্মাণ করা হবে জানান।

আইন কলেজ পরিদর্শন শেষে কলেজ সংলগ্ন ৪২ নং আর্দশ চাষাড়া সঃপ্রাঃবি পরিদর্শন করেন  মোহাম্মদ মাহমুদুল হক। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌসুমি দেবনাথ এ সময় জেলা প্রশাসককে স্বাগত জানান। জেলা প্রশাসক স্কুলের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।তিনি স্কুলের অবকাঠামো উন্নয়নে সরকারী সহযোগীতার আশ্বাস প্রদান করেন।