ফতুল্লায় ইটভাটার পাশে ঘরে আগুন; নারী শ্রমিকের মৃত্যু প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লায় একটি ইটভাটার পাশে থাকা খুপড়ি ঘরে আগুন লেগে রোকেয়া বেগম (২৭) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুন ছড়িয়ে অন্তত ৮০-৯০টি খুপড়ি ঘর পুড়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন এ বস্তিতে আগুন লাগে। রোকেয়া, নবীন (এনবিএন) ইটভাটার শ্রমিক ছিলেন। তার স্বামীর নাম হারুন মিয়া। রোকেয়া সিলেটের দিরাই উপজেলার বাসিন্দা। স্থানীয়রা জানান, রাত ১টার দিকে বস্তির খুপড়ি ঘরে আগুন লাগে। ধীরে ধীরে চারপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশের জেবিসি ইটভাটার আশপাশে থাকা খুপড়ি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে উভয় ইটভাটার প্রায় একশ ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর খুপড়ি ঘর থেকে রোকেয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ‘ইটভাটার পাশের বস্তিতে খুপড়ি ঘরে অনেক শ্রমিক বাস করেন। রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। আগুন লেগে ৮০টির মতো ঘর পুড়ে গেছে। আগুনে এক নারী শ্রমিক মারা গেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানাতে পারবেন বলে উনি জানান।’ SHARES জেলা/উপজেলা বিষয়: