ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাসের ধাক্কায় নিহত ১ প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের একজন যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ মোজাম্মেল (৫৫)। আহত হয়ে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এদিকে হতাহতের ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসসহ মৌমিতা পরিবহনের দুʼটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। বিকেল চারটার দিকেও সড়কে আগুন জ্বালিয়ে সড়কটি অবরোধ করে রাখতে দেখা যায় তাদের। SHARES জেলা/উপজেলা বিষয়: