সুজন নারায়ণগঞ্জ জেলার আয়োজনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫ নিজস্ব সংবাদদাতাঃ সুশাসনের জন্য নাগরিক-সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নগরীর বালুর মাঠ এলাকায় অবস্থিত রূপসী বাংলা কনভেনশন হলে জাতীয় সনদ নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ এর আয়োজন করা হয়। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় সুজন জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সুজন নারায়ণগঞ্জ জেলার সহ-সম্পাদক আশরাফুল হক আশু। আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে নাগরিক সংলাপের মূল প্রতিপাদ্য বিষয় এবং প্রয়োজনীয়তা সম্পর্কে প্রাক ধারণা প্রদান করেন সুজন কেন্দ্রীয় সম্পাদক ও রাষ্ট্রের নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার | ড. বদিউল আলম মজুমদার বলেন দেশে স্বৈরাচারের পতন হলেও পূর্বের স্বৈরতন্ত্র ব্যবস্থা এখনও বহাল আছে। এর পরিবর্তন করা না হলে আবারও স্বৈরাচার ও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিগত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার সমালোচনা করে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পূর্বে যেসব অঙ্গীকার করেছিল, ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করেনি। শেখ হাসিনা একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী ও দলের সভাপতি থাকায় সরকার ও দল একাকার হয়ে গেছে। ফলে দেশে ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীরাও অন্যায় অনাচার করেছে। তাই একই ব্যক্তি রাষ্ট্র প্রধান ও দলের প্রধান প্রথা পরিবর্তন করা প্রয়োজন।’ বদিউল আলম মজুমদার বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতাদর্শের ভিন্নতা থাকলেও তারা যদি কাঁধে কাঁধ মিলিয়ে ঐকমত্যে আসতে পারতো তাহলে শেখ হাসিনার পতনের পর দেশে যে সম্ভাবনাগুলোর দ্বার উন্মোচন হয়েছে সেগুলো বাস্তবে রূপ নিতো।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দল কতগুলো মৌলিক বিষয়ে একমত হয়ে জাতীয় সনদ প্রণয়ন করে সেটাতে সাক্ষর করা হলে তার ভিত্তিতে অদূর ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তাতে স্বৈরাচারের পুনপ্রবর্তন ঠেকানো যাবে।’ এছাড়া দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে সংস্কারও প্রয়োজন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সাহা, সমন্বয়কারী জিল্লুর রহমান, বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক রফিউর রাব্বি, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, সুজন মুন্সীগঞ্জ জেলা সভাপতি ডাক্তার জাহাঙ্গীর আলম প্রমুখ | এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নাগরিক সংলাপে অংশ নেন | যাদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, সুজন নরসিংদী জেলা সভাপতি মোঃ মকবুল হোসেন, সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান, আড়াইহাজার সুজনের সভাপতি মোঃ মনিরুজ্জামান, রুপগঞ্জ সুজনের সভাপতি লাকি মনির, নারায়ণগঞ্জ মহিলা পরিষদের সভানেত্রী রিনা আক্তার, গজারিয়া উপজেলা সুজনের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, সংস্কৃতি কর্মী মনিরুল ইসলাম মিন্টু সহ নাগরিক প্রতিনিধিবৃন্দ | আলোচকগণ বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন এবং জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা যেসব প্রস্তাবনা সুজন কর্তৃক নির্ধারণ করা হয়েছে তার উপরে ব্যাপক মতামত প্রদান করে | এ সময়ে আয়োজিত সংগঠন সুজন জেলার সহ-সভাপতি সংবাদ ও মানবাধিকার কর্মী এম আর হায়দার রানা, সাধারণ সম্পাদক রাসেল আদিত্য, জেলা কমিটির অন্যতম সদস্য ফাহাদ হোসেন, মাক্সুদা ইয়াসমিন, রাজলক্ষ্মী, আব্দুল্লাহ আল ফারুক রিংকু, আবু সাঈদ, রাকিবুল ইসলাম ইফতি, মোঃ জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন | SHARES জেলা/উপজেলা বিষয়: