আমরা এমন একটা শিক্ষা নিয়ে কাজ করব যে শিক্ষা দেশের কাজে লাগবে: জাহিদুল ইসলাম মিঞা

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা এমন একটা শিক্ষা নিয়ে কাজ করব যে শিক্ষা দেশের কাজে লাগবে। আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে বেড়ে উঠতে হবে এজন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আমাদের তথ্যপ্রযুক্তি, ‌‌ মূল্যবোধ, খেলাধুলা নিয়ে বেড়ে উঠতে হবে।

শনিবার (২৪ মে) নারায়ণগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জীবনের মূল্যবোধ না থাকলে সে শিক্ষা কোন কাজে আসবে না। আগামী পথচলা আরো সুন্দর হতে হবে। আমরা এমন একটা শিক্ষা নিয়ে কাজ করব যে শিক্ষা দেশের কাজে লাগবে। সমাজের কাজে লাগবে, জাতির কাজে লাগবে।

নারায়ণগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা প্রমুখ।