নারায়ণগঞ্জে আগুন: পুড়ে গেছে হোসিয়ারি ও নিটিং দোকান প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫ নারায়ণগঞ্জে পালপাড়ায় আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের ৩০টি দোকান। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫ টায় নতুন পালপাড়া এলাকায় সমীর কর মার্কেটের হোসিয়ারি ও নিটিং এর দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। মার্কেটের প্রায় ৩০টি হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। SHARES জেলা/উপজেলা বিষয়: