রাজনীতি এখন ব্যবসায়িক কর্মকাণ্ডে রূপ নিয়েছে: বদিউল আলম প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫ রাজনীতি এখন আর শুধু জনসেবার মাধ্যম নয়, বরং এক ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ডে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। রোববার (৩০ নভেম্বর) সকালে সিরডাপ মিলনায়তনে ‘ভয়েস নেটওয়ার্ক’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা যদি স্বচ্ছ না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের বিকল্প নেই। বদিউল আলম আরো বলেন, ক্ষমতার সঙ্গে এক ধরনের ‘জাদুর কাঠি’ জড়িয়ে আছে। রাজনীতি এখন এমন এক পেশা হয়ে দাঁড়িয়েছে, যেখানে অর্থের মালিক হওয়া নিশ্চিত। নির্বাচনের আগে হলফনামায় যে সম্পদের বিবরণ দেয়া হয়, ক্ষমতার মেয়াদ শেষে দেখা যায় তা কয়েক গুণ বেড়ে গেছে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের দিকে ইঙ্গিত করে তিনি সতর্ক করে বলেন, যদি এই প্রবণতা রোধ করা না যায়, তাহলে টেকসই গণতন্ত্রের পথে এগোনো সম্ভব হবে না। আর টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবার রাস্তায় নামতে বাধ্য হবে বলে অভিমত ড. বদিউল আলম মজুমদারের। সুজন এর সহ-সভাপতি বিচারপতি এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, আলোকচিত্রী ড. শহীদুল আলম, লেখক ও সাবেক সচিব আবদুল আউয়াল মজুমদার, এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমীন টুলী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ডা. হালিদা হানুম আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ মোহাম্মদ সাহান, ভয়েস ফর রিফর্ম-এর অন্যতম উদ্যোক্তা ফাহিম মাশরুর প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: