নারায়ণগঞ্জে বাংলাদেশ কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৫ সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ কংগ্রেস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ফতুল্লা রেলস্টেশন চত্বরে শুক্রবার (৪ জুলাই) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় “জুলাই গণঅভ্যুত্থানের এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন,”জুলাইয়ের চেতনা বিভক্তির নয়, এটি ঐক্যের ডাক। আগামীর বাংলাদেশ গঠনে জুলাই গণ হত্যার বিচার এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, আমাদের সমাজে সাম্য, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। মতের অমিলকে হিংসায় পরিণত না করে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তিনি আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিনিধিত্বমূলক (PR) নির্বাচনী পদ্ধতি বাস্তবায়নের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কেবল অতীত স্মরণ নয়, এটি একটি ভবিষ্যতের সংগ্রাম।” জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক দুর্ভোগ নিরসনে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। জলাবদ্ধতা, ডেঙ্গু ও সেবাবঞ্চনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আহবান জানান তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কংগ্রেসের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সম্ভাব্য প্রার্থী গোলাম মোর্শেদ রনি। তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি চলমান থাকবে।” সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ্যাড. সাইফুল আলম ফুয়াদ, ফতুল্লা উপজেলা কংগ্রেসের আহ্বায়ক জামান মিয়া, সদস্য সচিব সোহাগ হোসেন, জিয়া উদ্দিন দেওয়ান, উজ্জ্বল হোসেন, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান, সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের স্বপ্ন পূরণে প্রয়োজন সাহসী নেতৃত্ব, ন্যায়ের ভিত্তিতে রাজনীতি ও ঐক্যবদ্ধ জনচেতনা। জুলাই শহীদ স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়েছে। SHARES জেলা/উপজেলা বিষয়: