গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে ইউএনও মতবিনিময় প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৫ গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বৃক্ষ রোপন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ সদরের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। আগামী সোমবার (৭ জুলাই) জালকুড়ির থেকে সাইনবোর্ডের রাস্তা এবং জালকুড়ি থেকে দশপাইপ হয়ে সম্মুখের রাস্তায় বৃক্ষরোপন করা হবে। একই দিনে সদর উপজেলা আরো দুই জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি চালানোর কথা জানান হয়। স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত জায়গা পরিদর্শন করে গাছ লাগানোর স্থান ঠিক করে রাখবে এবং গাছ লাগানোর জন্য গর্ত করে রাখবে। ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, নারায়ণগঞ্জ সদর এলাকা গ্রীন করার লক্ষ্যে এক লক্ষ পঞ্চাশ হাজার গাছ লাগানো হবে। যে জায়গার জন্য যে ধরনের গাছ বেশি উপযুক্ত সেগুলো ডিসি স্যারের পরামর্শক্রমে লাগানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো: আশরাফুল হক আশু বলেন, আমরা এই কাজের সাথে সম্পৃক্ত থাকবো ইনশাল্লাহ। পাশাপাশি ক্লিন করার কাজটাও আমাদের জন্য অতীব জরুরী বলে মনে করছি। আশা করি অচিরেই আমরা সুন্দর বাসযোগ্য নারায়ণগঞ্জ উপহার পাবো। তিনি গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সম্পৃক্ত করায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদের সচিন্তিত মতামত প্রকাশ করেন। স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর মধ্যে ছিল পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থা, ভুইঘর সোনালী সংসদ, কাইয়ুমপুর জনকল্যাণ সংস্থা, পোভার্টি এন্ড গ্রিন মুভমেন্ট, সি বার্ডস ক্লাব, সস্তাপুর সমাজ কল্যাণ সংগঠন, স্বপ্নের বাংলা সমাজকল্যাণ সংস্থা, আদর্শ মানব সেবা সংঘ, দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, আল মদিনা মনোয়ারা মানবসেবা সংঘ, শাপলা সংসদ, স্বপ্নের নীড় সমাজকল্যাণ সংস্থা, ডেবোলপমেন্ট ইনিশিয়েটি প্রমুখ। SHARES জেলা/উপজেলা বিষয়: