নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মাসুদ-পন্টি পরিষদ বিজয়ী

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাব কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টিসহ ‘মাসুদ-পন্টি পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।

শুক্রবার(২৭ জুন) সকাল থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে এ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ১১টি পদে অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার- বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন বিজয়ী হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আরিফ আলম দিপু, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম এবং প্রণব কৃষ্ণ রায়।