বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিত ও গণমাধ্যম নীতিমালা পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি গঠন

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী উচ্চপর্যায়ের এক বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ কমিটি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের পথরেখা তৈরিতে কাজ করবে এবং এর পাশাপাশি টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের গত ১৫ বছরের নীতিমালা পর্যালোচনা ও ভবিষ্যতের নীতি প্রণয়নে কাজ করবে।

কমিটির নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

কমিটির দায়িত্ব হবে— রাজনৈতিক দলগুলোর আদর্শগত উদ্দেশ্য পূরণে অতীতে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করা। ভবিষ্যতে নতুন টিভি বা বেতার চ্যানেলের লাইসেন্স দেওয়ার জন্য একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সরকারের গণমাধ্যম নীতি ও প্রচারপদ্ধতিতে একটি নতুন যুগের সূচনা করতে পারে। বিশেষত রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিতে এটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।