ইসরাইলকে ‘তীব্র’ হামলার হুমকি ইরানের প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫ ইরান হুমকি দিয়েছে, ইসরাইলের হামলা অব্যাহত থাকলে আরো ‘তীব্র’ হামলা করবে ইরান।ইসরাইলে দ্বিতীয় দিনের মত মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরাইলও ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে। শনিবার রাতে ইসরাইলে হামলা শুরুর কিছুক্ষণ পর এক বিবৃতি প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, যেসব ইসরাইলি স্থাপনা ‘ফাইটার জেটের জ্বালানি তৈরি ও সরবরাহের’ সাথে জড়িত, সেসব স্থাপনায় শনিবার রাতে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলা অব্যাহত থাকলে ইরান আরো ‘তীব্র’ হামলা করবে ইসরাইলে। ইরান তিনটি ক্রুজ মিসাইল, ১০টি ড্রোন ও বেশ কিছু মাইক্রো ইউএভি নিষ্ক্রিয় করেছে ইতিমধ্যে। SHARES আন্তর্জাতিক বিষয়: