বিজিএমইএ’র নতুন সভাপতি মাহমুদ হাসান খান

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫

তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি হয়েছেন মাহমুদ হাসান খান।

শনিবার (১৪ জুন) নির্বাচনী বোর্ড বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ পর্ষদ ২০২৫-২৭ সেশনের জন্য কার্যনির্বাহী পদ বণ্টন সম্পন্ন করে।

আগামী ১৬ জুন তাদের দায়িত্ব হস্তান্তর করা হবে। গত ৩১ মে বিজিএমইএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার নির্বাচনী বোর্ড মাহমুদ হাসানকে সংগঠনটির ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি ঘোষণা করার পাশাপাশি একই সাথে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ আরও ৫ ভাইস প্রেসিডেন্টের নামও ঘোষণা করা হয় আজ। ফলে মোট ৮ সদস্যের নতুন বোর্ড পেল বিজিএমইএ।