বিজিএমইএ’র নতুন সভাপতি মাহমুদ হাসান খান প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫ তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি হয়েছেন মাহমুদ হাসান খান। শনিবার (১৪ জুন) নির্বাচনী বোর্ড বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ পর্ষদ ২০২৫-২৭ সেশনের জন্য কার্যনির্বাহী পদ বণ্টন সম্পন্ন করে। আগামী ১৬ জুন তাদের দায়িত্ব হস্তান্তর করা হবে। গত ৩১ মে বিজিএমইএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার নির্বাচনী বোর্ড মাহমুদ হাসানকে সংগঠনটির ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি ঘোষণা করার পাশাপাশি একই সাথে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ আরও ৫ ভাইস প্রেসিডেন্টের নামও ঘোষণা করা হয় আজ। ফলে মোট ৮ সদস্যের নতুন বোর্ড পেল বিজিএমইএ। কার্যনির্বাহী পর্ষদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে মাহমুদ হাসান খান বাবুকে সভাপতি, সেলিম রহমানকে প্রথম সহ-সভাপতি, ইনামুল হক খানতে সিনিয়র সহ-সভাপতি, মো. রেজওয়ান সেলিমকে সহ-সভাপতি, মিজানুর রহমানকে সহ-সভাপতি (অর্থ), ভিদিয়া অমৃত খানতে সহ-সভাপতি, মো. মেসবাহ উদ্দিন চৌধুরীকে সহ-সভাপতি এবং মোহাম্মদ রফিক চৌধুরীকে সহ-সভাপতি হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই নতুন পর্ষদের আগামী ১৬ জুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। নির্বাচনে আটটি অফিস বেয়ারার পদে আটজন প্রার্থী তাদের নমিনেশন জমা দেন এবং বোর্ড কর্তৃক তা যাচাই বাছাই করা হয়। পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় কোনো পক্ষ আপিল না করায় নির্বাচন বোর্ড নমিনেশন দাখিল করা প্রার্থীদের অফিস বেয়ারার পদে নির্বাচিত ঘোষণা করে। ফলাফল ঘোষণা করেন বিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। এসময় তার সঙ্গে ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য সৈয়দ আফজাল হাসান উদ্দিন এবং সদস্য আশরাফ আহমেদ। বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন নব-নির্বাচিতদের আন্তরিক অভিনন্দন এবং বিজিএমইএ নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। SHARES অর্থনীতি বিষয়: