ফতুল্লা থানা তাতী দলের জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৫

নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা থানা তাতী দলের উদ্যোগে  মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী  পালন করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ জুন) বিকাল ফতুল্লা রেলস্টেশন ব্যাংক কলোনী তাতী দলের কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন শেষে খিচুড়ি বিতরণ করা হয়েছে।

ফতুল্লা থানা তাতী দলের সভাপতি হজী ইউনুস মাষ্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ  হানিফুর রশিদ ইমনের সঞ্চালনায়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাতী দলের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ তাতী দলের নেতৃবৃন্দ।