সংস্কার ছাড়া নির্বাচন হলে শাসক দানবে পরিণত হতে পারে : বদিউল আলম মজুমদার

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, “সংস্কার ছাড়া নির্বাচন হলে শাসক আবারও দানবে পরিণত হতে পারে।” তিনি মনে করেন, ১৯৭১ সালের আদর্শ বাস্তবায়ন এবং মৌলিক রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে ছাত্ররা জীবন দিয়েছে। অথচ এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সংস্কার হয়নি, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে।

শনিবার (৩১ মে) রংপুরে সুজন আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. বদিউল আলম মজুমদারের বক্তব্যে স্পষ্ট, গণতন্ত্র রক্ষায় প্রয়োজন রাজনৈতিক সংস্কার, প্রার্থীর যাচাই ও জনগণের সচেতন অংশগ্রহণ। তা না হলে, ভবিষ্যতের শাসনব্যবস্থা স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হতে পারে বলে তিনি হুঁশিয়ার করেন।

সংসদ ব্যবস্থায় সংস্কারের আহ্বানঃ  ড. মজুমদার বলেন, দেশে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সময় এসেছে। প্রস্তাবিত উচ্চকক্ষে অর্ধেক সদস্য হবে দলীয়, আর বাকি অর্ধেক নির্দলীয়, যা সমাজের নানা স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। এই উচ্চকক্ষ জনস্বার্থবিরোধী সিদ্ধান্তে নজরদারি করবে।

ছাত্র রাজনীতি ও দলের সংস্কারঃ তিনি বলেন ছাত্রদের রাজনীতি করা উচিত, তবে লাঠিয়াল বাহিনী বা লেজুরভিত্তিক রাজনীতি বন্ধ হওয়া দরকার। হাসিনার পতনের সূচনা হয়েছিল ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হওয়ার মধ্য দিয়ে। এসময় তিনি ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তনের দাবি জানান।

রাজনৈতিক দল ও প্রার্থীদের যাচাইঃ ড. মজুমদার রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যোগ্য ও সৎ প্রার্থী বাছাইয়ের আহ্বান জানান। তার মতে, দলগুলোকে হলফনামা ভিত্তিক যাচাই-বাছাই চালু করতে হবে যাতে জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচন সম্ভব হয়।

রংপুর মহানগর সুজন সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে ও সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ সরকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মনির হায়দার, শশাঙ্ক বরণ রায়, রাজেশ দে রাজু, অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম প্রমুখ।

সভায় নাগরিক সমাজ, শিক্ষক, আইনজীবী ও সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।