জ্বালানি তেলের দাম কমল; কার্যকর আগামীকাল

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

আগামীকাল থেকে ডিজেল, পেট্রল ও অকটেনের দাম কমিয়েছে সরকার।

শনিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জুন-২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা হতে দুই টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেন ১২৫ টাকা হতে তিন টাকা কমিয়ে ১২২ টাকা, পেট্রলের মূল্য ১২১ টাকা হতে তিন টাকা কমিয়ে ১১৮ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৪ টাকায় পুনঃর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে।

নির্ধারিত মূল্য ০১ জুন থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।

এর আগে, গত ৩০ এপ্রিল জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমিয়ে প্রজ্ঞাপন দিয়েছিল মন্ত্রণালয়।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। এই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।