বুলবুল বিসিবির নতুন সভাপতি

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে দায়িত্ব নিলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। আরেক সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের বিদায়ের পরদিনই দায়িত্ব পেলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হওয়ার পর তাদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবি পরিচালক হন বুলবুল। এরপর সকল পরিচালকদের হয়েছেন সভাপতি।

বেশ কিছুদিন যাবত গুঞ্জন চলছিল, বুলবুল’কে বিসিবি-র সভাপতি করা হচ্ছে। অবশেষে গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো।

ফারুক দায়িত্ব নেওয়ার পর কিছুটা কঠিন সময় গেছে বিসিবির। এই সময়ে পরিচালক সংখ্যা কমেছে, বিপিএল আয়োজন হয়েছে, আর্থিক ব্যাপারে বিপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিতর্কও হয়েছে। এসব নিয়েই বেশ চাপে ছিলেন ফারুক। সম্প্রতি পরিস্থিতি আরও খারাপ হলে তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়।।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসভবনে ডেকে ফারুককে জানিয়ে দেওয়া হয় তাকে আর বিসিবি সভাপতি হিসেবে চাচ্ছে না সরকার। পদত্যাগ করার কথা জানানো হলেও ফারুক জানান তিনি পদত্যাগ করবেন না। পরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

আগস্ট পরবর্তী সময়ে নাজমুল হাসান পাপন বোর্ড থেকে সরে দাঁড়ালে পরবর্তীতে এনএসসি মনোনীত দুই পরিচালকের মধ্যে জালাল ইউনুস পদত্যাগ করেন। আরেক এনএসসি মনোনীত পরিচালক সাজ্জাদুল আলম ববির মনোনয়ন পরিবর্তন করে এনএসসি। তাদের জায়গায় নতুন দুই পরিচালক হিসেবে মনোনয়ন পান নাজমুল আবেদীন ফাহিম এবং ফারুক আহমেদ। পরে পরিচালকদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন ফারুক আহমেদ।