“পরিবর্তন” সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

চেঞ্জ নিউজ: অলাভজনক ও সেচ্ছাসেবী সংগঠন “পরিবর্তন” সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) ফতুল্লায় তাদের নিজস্ব কার্যালয়ে এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

“পরিবর্তন” সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তালুকদার আবদুল্লাহ আল ফারুক রিংকুর সাভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চেঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি এ্যডভোকেট এইচ এম মাহবুবুল হক ফোরকান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “পরিবর্তন” সমাজ কল্যাণ সংস্থার সিনিঃ সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান মুন্না, সহ-সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, সাধারন সম্পাদক মো: এ এইচ আশু, সাংগঠনিক ও দপ্তর সমাদক নাসির উদ্দিন জুম্মন, অর্থ সম্পাদক মোঃ আল-আমীন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম সুজন, সমাজ কল্যাণ, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শরিফুল ইসলাম তুষার, কার্যনির্বাহী সদস্য সালাহউদ্দিন হৃদয়, কার্যনির্বাহী সদস্য মোঃ মাহমুদুল হাসান মোহন, কার্যনির্বাহী সদস্য রনি শিকদার, কার্যনির্বাহী সদস্য রমজান আলী, কার্যনির্বাহী সদস্য মোঃ আরিফুল ইসলাম প্রধান প্রমুখ।

আসন্ন ঈদুল ফিতরে সংগঠনের নিজস্ব অর্থায়নে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরনের সিদ্ধান্ত গৃহীত হয়।

দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য হাফেজ আহকার আব্দুল্লাহ।