আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ও সংস্কারের দাবীতে সুজনের মানব বন্ধন

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে সুজন কেন্দ্রীয় পরিষদের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে সুশাসনের জন্য নাগরিক- সুজন নারায়ণগঞ্জ জেলার নেত্রীবৃন্দ।

শনিবার (১ মার্চ) সকাল ১১ টায় সুজন নারায়নগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক রাসেল আদ্দিত্য এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সুজনের যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল হক আশু, সহ সভাপতি সংবাদ ও মানবাধিকার কর্মী এম.আর.হায়দার রানা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সভাপতি প্রদীফ সরকার, হিউম্যান এইড ইন্টারন্যাশনারের জেলা সভাপতি এড. মোঃ সাহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও উম্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু, গন সংহতি আন্দোলন জেলার প্রধান সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলার সাধারন সম্পাদক হিমাংশু সাহা, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুদ্দিন,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জের সদস্য সচিব আবু নাঈম বিপ্লব প্রমূখ।

গত জুলাই-আগষ্টে সংগঠিত ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যূথানের মধ্য দিয়ে অর্জিত বিজয় পরবর্তীতে গঠিত অন্তবর্তী কালীন সরকারের প্রায় ৬ মাসের অধিক কাল অতিক্রান্ত হওয়ার পরেও সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতির অবনতিতে বক্তাগন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

অনতিবিলম্বে আইন শৃংখলা পরিস্থিতির দ্রুত উন্নয়নের লক্ষ্যে সমাবেশ থেকে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন। একটি সুন্দর বাংলাদেশ গঠনে এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে রাষ্ট্র সংস্কার অতি জরুরী বলে উল্লেখ করা হয়।

এছাড়াও দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি রোধ, রাষ্ট্রের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল নাগরিককে একযোগে কাজ করতে হবে বলেও বক্তাগন উল্লেখ করেন। নতুন করে যেন বৈষম্য বাসা বাঁধতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।

সমাবেশে বক্তারা আরো বলেন নারায়ণগঞ্জ জেলায় বর্তমানে চাঁদাবাজি, দখলবাজি, মামলা বানিজ্য সহ বিভিন্ন প্রকারের অপরাধ এখন অনেকটাই ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে অর্জিত বিজয় ম্লান হতে পারে এমন আশংকা প্রকাশ করা হয়।

এসময় মানব বন্ধনে অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সুজন ফতুল্লা ঠানা কমিটির সদস্য মোঃ আল-আমিন আলী, দৈনিক ভোরের সময়ের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম বিদ্যুৎ, নাট্যকর্মী শাহ আলম ভূঁইয়া, সংস্কৃতি কর্মী আমিনুল ইসলাম মিন্টু, জনে জন নাট্য সম্প্রদায়ের নির্বাহী সদস্য আহসান হেলাল, প্রথম আলো বন্ধু সভা ও সুজন বন্ধু মোঃ ফাহাদ, সজল, প্রণয় সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।