আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু বিশ্ব ইজতেমা প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫ তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার আজ প্রথম দিন। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে ময়দানজুড়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। অংশ নিয়েছেন তাবলিগ মুরুব্বি যুবায়ের অনুসারী শূরায়ে নেজামির তাবলিগ সদস্যরা। বাদ মাগরিবের বয়ানকে কেউ কেউ আ’ম বয়ান বললেও প্রকৃতপক্ষে এটি সমবেত মুসল্লিদের উদ্দেশে তালিমী বয়ান। গতকাল ভারতের মাওলানা ইব্রাহীম দেওলার আ’ম বয়ান করেন। এর বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের তাবলিগ জামাতের র্শীষ মুরুব্বী ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ যুবায়ের আহমেদ। ইজতেমাকে কেন্দ্র করে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অংশ নিয়ে বয়ান, তালিম, কারগুজারি, তাশকিল, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন। লাখো মুসল্লির পদচারণায় টঙ্গী এখন ইবাদতের নগরীতে পরিণত হয়েছে। যেদিকে চোখ যায় শুধু টুপি-পাঞ্জাবি পড়া মুসল্লির দেখা মেলে। এ ব্যাপারে বিশ্ব ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় ময়দানে এসে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার মাগরিব আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এদিকে বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য অতিরিক্ত ছয়টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা দিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। শুক্রবার (৩১ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। ‘একটি বিশেষ ঘোষণা’ হিসেবে দেওয়া এ পোস্টে বলা হয়, ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিগণ ও সম্মানিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পক্ষ হতে ইজতেমা চলাকালীন অতিরিক্ত ছয়টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা দেওয়া হচ্ছে। সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিগণ ও যাত্রীগণকে মেট্রোরেলের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম দিনে শুক্রবার অনুষ্ঠিত হলো বিশাল জুমার জামাত। ইজতেমায় অংশগ্রহণকারী লাখো মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ এই জুমার জামাতে বিভিন্ন যানবাহনে ও হেঁটে এসে শরিক হন। জামাতে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। দুপুর ১টা ৪৩ মিনিটে জুমার খুতবা পাঠ শুরু করেন তিনি। পরে জামাত শুরু হয়। উল্লেখ্য, আগামী রোববার (২ ফেব্রুয়ারি) প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে। পরে ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ তারিখে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ি নেজামের ইজতেমা। SHARES জাতীয় বিষয়: