“জুলাই বিপ্লবে” আহতদের চিকিৎসা দিচ্ছে যুক্তরাষ্ট্রের ৮ সদস্যের দল প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫ যুক্তরাষ্ট্র থেকে আসা আট সদস্যের একটি দল জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা দিচ্ছে। বুধবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আসা আট সদস্যের একটি দল মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে নিটোরে ভর্তিকৃত ৯৬ জন আহতের তারা চিকিৎসা দিচ্ছেন। নিটোরের পরিচালক ডা. আবুল কেনান জানান, আহতরা বিদেশি চিকিৎসকদের সেবা পেয়ে আনন্দিত। এছাড়া তিনজন চিকিৎসক ও তিনজন ফিজিওথেরাপিস্ট এ বিশেষজ্ঞ টিমকে সহায়তা করছেন। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল নিটোরে চিকিৎসাসেবা দেওয়ার কথা রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: