থাইল্যান্ডে পাঠানো হলো ‘জুলাই বিপ্লবে’ আহত আরও ৬ জনকে

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

‘জুলাই বিপ্লবে’ আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। এনিয়ে অভ্যুত্থানে আহত ২৮ জনকে বিদেশে পাঠানো হলো।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে তাদের পাঠানো হয়।

ছয় জনের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজন ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সিএমএইচ থেকে যে তিনজনকে পাঠানো হয়েছে তারা হলেন – মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩) এবং রাজিব (৩৬)। মিজানুর রহমান ও হাফিজুর রহমান হাবিব ভর্তি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য মোট ২২ জনকে বিদেশে পাঠানো হয়।