নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে কি বড় পরিবর্তন আসছে!

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

মো. মনির হোসেনঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা চলছে! তবে এই উদ্যোগ নিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব, সাংগঠনিকভাবে দলকে গতিশীল, শক্তিশালী ও আন্দোলনের উপযুক্ত করে গড়ে তুলতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী সংসদ নির্বাচন কেন্দ্র করেই পরিকল্পনা গ্রহণে দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলছে শীর্ষ নেতৃত্ব, এর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্রগুলো আরও বলছে, দীর্মমেয়াদি পরিকল্পনার শুরুতে দলের জেলা কমিটি গুলিকে পুনর্গঠন করতে চায় বিএনপি। তবে নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই পদে বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতার নাম শোনা যাচ্ছে, এর বাইরেও জেলা কমিটিতে নতুন কিছু মুখ আসতে পারে। সেখানেও কয়েকজন সাবেক ছাত্রনেতা ও যুব নেতা স্থান পেতে পারেন, তবে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিবর্তন নিয়ে নানা ধরনের গুঞ্জন থাকলেও বাস্তবে তা না ও হতে পারে।

গত বছরের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

গত ৫ আগস্ট পট-পরিবর্তনের পর জেলার বিভিন্ন নেতাকর্মীর নামে চাঁদাবাজি, দলখবাজি এবং টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধীদের আশ্রয় ও রক্ষা করার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি, সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে এ বিজ্ঞপ্তির খবর দলের ভেতরে জানাজানি হওয়ার পর এ নিয়ে সারা জেলাতে দলের অভ্যন্তরে বিশেষ করে তৃণমূলে নানা ধরনের আলোচনা ও পর্যালোচনা শুরু হয়। কেউ কেউ খবরটি শুনে বিস্ময় প্রকাশ করেন, বিশেষ করে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিন একজন যোগ্য নেতা হিসেবে পরিচিত, তার নেতৃত্বের অনেক অভিজ্ঞতা, তাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে খুবই প্রয়োজন, তাই তৃণমূলের দাবী সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিনকে সভাপতি করা। আবার গিয়াস বিরোধী শিবির চাচ্ছেন নতুন নেতৃত্ব।

তবে নতুন করে অধ্যাপক মামুন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মাসুকুল ইসলাম রাজীব, জাহিদ হাসান রোজেলের নাম শোনা যাচ্ছে, তাদের দিয়ে নতুন কমিটি হচ্ছে বলে ও গুঞ্জন রয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা কে বলেছেন, কমিটি বাতিল বা পরিবর্তন আনা দলের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ। এটা খুব স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, যেসব জায়গায় কমিটি বিলুপ্ত হয়েছে সেখানে নতুন কমিটি আসবে। এ প্রক্রিয়া চলমান থাকবে।

এদিকে কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে, পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার অধীন সব উপজেলা ও পৌর বিএনপির কার্যক্রম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের পরামর্শে পরিচালিত হবে।