সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ নিজস্ব সংবাদদাতাঃ দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. তোফাজ্জল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিক তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেন। গত ২৭ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে পরিবারে আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রহী রেখে যান। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেনসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো: মনির হোসেন তার স্মৃতিচারণ করতে যেয়ে বলেন, যতটুকু মনে পড়ে তার সাথে পরিচয় হয়েছিল ৯০ এর দশকে। আমি তখন দৈনিক বর্তমান বাংলা পত্রিকায় কাজ করি। তোফাজ্জল ভাই আমাদের বর্তমান বাংলা অফিসে আসছিলেন নারায়ণগঞ্জের প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য। তখন তার সাথে পরিচয় হয়। পরে তো অনেক কথা হয়েছে। যাই হোক পরিশেষে এই কামনা করি সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতবাসী করেন। বাদ আসর ডিআইটি জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। SHARES জেলা/উপজেলা বিষয়: