শাসনগাঁও পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪ নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত মাদার কালার পোশাক কারখানায় বুধবার (২৫ ডিসেম্বর) সকালে নিচতলায় অগ্নিকাণ্ড ঘটে।পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মাদার কালার লিমিটেড গার্মেন্টসের ৬ তলা ভবনের নিচতলায় গোডাউন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। SHARES জেলা/উপজেলা বিষয়: