নারায়ণগঞ্জে ডাইং কারখানার বয়লারে অগ্নিকাণ্ড প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪ নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি পুলপাড় এলাকায় অবস্থিত একটি ডাইং কারখানার বয়লারে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিসমিল্লাহ ডাইংয়ের বয়লারে এ অগ্নিকাণ্ড ঘটে।তবে এই অগ্নিকান্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ, পাগলা স্টেশন ও নদী ফায়ার স্টেশনের চারটি ইউনিট। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পাওয়ার পর আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। SHARES জেলা/উপজেলা বিষয়: