সংস্কার গুরুত্বপূর্ণ, এজন্য যৌক্তিক সময় দিতে হবে: বদিউল আলম মজুমদার প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘সংস্কার গুরুত্বপূর্ণ। সংস্কারের জন্য কিছু সময় দিতে হবে। একটি যৌক্তিক সময় দিতে হবে, অতীতের বিয়োগান্তক অভিজ্ঞতা যাতে ফিরে না আসে। আমরা সংস্কার প্রস্তাবগুলো করবো, আশা করি অন্তর্বর্তী সরকার বিবেচনায় নেবে। এরপর তারা রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে। সেখান থেকে কতগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে। এরপর ওই প্রক্রিয়ায় একটা নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে।’ শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ নিয়ে আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ওয়াচডগের ভূমিকা পালন করার কথা। তাদের সত্যকে সত্য বলার কথা, মিথ্যাকে মিথ্যা বলার কথা। কিন্তু গত তিনটি নির্বাচনে তারা বলতে পারেনি। কেউ কেউ ইচ্ছা করে বলেনি, আর কেউ কেউ পরিস্থিতি ও চাপের কারণে বাধ্য হয়ে বলতে পারেনি।’ নির্বাচনে গণমাধ্যমের দায়িত্ব পালনে সুযোগ সৃষ্টির বিষয়ে তিনি বলেন, ‘সংস্কার কমিশনের মাধ্যমে চেষ্টা করছি এবং গণমাধ্যমের কাছ থেকেও পরামর্শ চেয়েছি কীভাবে একটা গাইড লাইন ও নীতিমালা তৈরি করতে পারি। যাতে গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে।’ ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থীসহ জনগনের ভূমিকাই বেশি’ শীর্ষক ছায়া সংসদে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক একরামুল হক সায়েম, সাংবাদিক সাইদুর রহমান, সাংবাদিক মশিউর রহমান খান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। SHARES জাতীয় বিষয়: