কলেজ শিক্ষার্থীদের মারামারি; ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪ ভাঙচুর ও পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন ছিনিয়ে নেয়ার অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার মোল্লা কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর করে ফেরার পথে রায়সাহেব বাজার এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে সাঁজোয়া যান (এপিসি) ভাঙচুর ও অস্ত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলায় আট হাজার শিক্ষার্থীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: