নারায়ণগঞ্জে ৩৩৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

নারায়ণগঞ্জের ভূইগড় এলাকার এন তামিম প্যাকেজিং নামে একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ৩৩৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নারায়ণগঞ্জের ভূইগড় এলাকার এন তামিম প্যাকেজিং নামে একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ৩৩৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া বলেন, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।