সংস্কার কাজ শেষ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ খালিদ হোসেন বলেছেন, মাতৃভূমির সম্পদ যারা লুট করেছে, তারা দেশ প্রেমিক হতে পারে না, তাদের বিচার এদেশেই হবে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, তাদের জন্য আমরা পথ সুগম করতে সংস্কার করছি।সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেব। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব। দেশের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে ছাত্রদের ওপর।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী বার্ষিক ইসলামী সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদানীনগর মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফয়জুল্লাহর সন্দ্বীপীর পরিচালনায় অনুষ্ঠিত জোড় সম্মেলনে ধর্ম উপদেষ্টা আরো বলেন, ইসলাম বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে পারে এরকম আলেম লাখ লাখ প্রয়োজন। উলামায়ে কেরামদের খেদমত এ জাতি কখনো ভুলতে পারবে না। এমন আয়না তৈরি করতে হবে, যেন পাথর ভেঙে যায়। দুনিয়ার রোগ ভালো করে ডাক্তার আর মনের রোগ ভালো করতে পারে আলেম উলামারা। ওয়াজ নসিয়তের মাধ্যমে দেশে মাদক, জুয়া, চাঁদাবাজি, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ড কমছে।

এ এসময় উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক ও মাদানীনগর মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা খালেদ সাইফুল্লাহ।

তার আগে ধর্ম উপদেষ্টা বিকেলে সিদ্ধিরগঞ্জের পূর্ব বাঘমারা এলাকায় বায়তুর রহমান জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। পরে তার একান্ত সচিব আশিকুল ইসলামের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।