দাবি না মানলে নারায়ণগঞ্জে রোববার অর্ধদিবস হরতাল প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪ ঢাকা-নারায়ণগঞ্জ রোডে বাসভাড়া কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ এবং শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে আধাবেলা হরতালের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি। রোববার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরে আধাবেলা হরতাল পালিত হবে বলে জানান তিনি। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা করা হয়। ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেত্রীবৃন্দ এসময় বক্তব্য রাখেন। এদিকে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রী অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক ও গণসংহতি আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জের সমন্বয়ক তরিকুল সুজন। তিনি বলেন ৫০ টাকা বাসভাড়া নির্ধারণ করলেও হরতাল প্রত্যাহার করা হবে। তরিকুল সুজন বলেন, আমরা আমাদের দাবিতে আন্দোলন চালিয়ে আসছি। আমাদের সঙ্গে ইতোমধ্যে ডিসি’র কথা হয়েছে। আমাদের কাছে বলা হয়েছিল কেন্দ্রীয় টার্মিনাল থেকে ৫২ টাকা ও চাষাঢ়া থেকে ৫০ টাকা বাসভাড়া নির্ধারণ করার কথা। আমরা বলেছি ৫০ টাকা সবখানে ভাড়া নির্ধারণ করলে আমরা কর্মসূচি প্রত্যাহার করব অন্যথায় রোববারের হরতাল চলবে। SHARES জেলা/উপজেলা বিষয়: